রবিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কে একটি সিএনজি অটো রিক্সা থেকে পুলিশ ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার করেছে। আটক করা হয়েছে চকলেট বোমা বহনকারী ২ ব্যক্তিকে ।
রাত ৯ টার দিকে জকিগঞ্জ থেকে সিলেটের দিকে আসা একটি সিএনজি অটো রিক্সায় বলাই নামের এক ব্যক্তি চকলেট বোমা নিয়ে আসছিলেন। শ্রীরামপুরের সন্নিকটে এসএমপির চেকপোষ্টে পুলিশ অটো রিক্সাটি তল্লাসী করে ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার করে।
পুলিশ বলাইকে আটক করে। সেই সঙ্গে অটোরিক্সা চালক তাজুলকে অটোরিক্সাসহ আটক করে মুগলাবাজার থানায় নিয়ে যায়।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার জিদান আল মুসা রাত সাড়ে ১১ টায় ইত্তেফাককে জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে বলাই জানান, তার মামা আজিজ তাকে কিছু টাকা দিয়ে বস্তাগুলি অটোরিক্সায় তুলে দেন। বলাইকে আজিজ বস্তাগুলি সিলেটের কদমতলী বাস টার্মিনালে পৌছে দিতে বলেন। সেখানে এক ব্যাক্তি এসে তার কাছ থেকে বস্তাগুলি নিয়ে যাওয়ার কথা।
জিদান বলেন, চকলেট বোমাগুলো ফুঠলে শব্দ হয়। তবে অনেকগুলো একসঙ্গে করে ফুটলে ভয়ঙ্কর শব্দ হয়। তিনি জানান, সেই মামা “আজিজ”কে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন।
পুলিশের প্রাথমিক ধারণা এ গুলো ঢাকায় যাওয়ার কথা ছিল। পুলিশ জানায় আটককৃতদের ব্যাপক জিঞ্জাসাবাদ চলছে।

