পথে-ঘাটে, এখানে-সেখানে কত রকম বিপদই তো আসে মানুষের জীবনে। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য অধিকাংশ ক্ষেত্রেই কেউ প্রস্তুত থাকেন না। আর পথের বিপদগুলো নারীর জন্য যেন একটু বাড়তি মাত্রায়ই থাকে। তাই ঝুঁকি এড়াতে একটু সতর্কতা অবলম্বন করতে দোষ কি? আর এই সতর্কতা অবলম্বনে একজন নারী ঠিক কি ধরনের প্রস্তুতি নিবেন সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে।
তবে কারাত জানা থাকলে আত্মরক্ষার প্রয়োজনে কাজে লাগানো সম্ভব। আর তাই ৩০ অক্টোবর গুলশান কারাতে ডোজোতে ক্রিটিকালিংক ‘সেলফ ডিফেন্স ওয়ার্কশপ ফর উইমেন’-এর আয়োজন করে। ক্রিটিকালিংক মূলত ইমারজেন্সি হেলথ নিয়ে কাজ করে। তবে নারীর আত্মরক্ষায় কারাতে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ক্রিটিকালিংকের ফাউণ্ডার সিইও জেনিফার ফেরায়েল বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েরা পারিবারিক ও পেশাগতভাবে অনেক এগিয়ে গেছেন। তাদের এই এগিয়ে যাওয়া থেকেই বোঝা যায় তারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আর আমি বিশ্বাস করি আত্মবিশ্বাসের পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা থাকলে এরা আরো বেশি ভালো করবেন ভবিষ্যতে’। প্রশিক্ষণ শেষে সবাই অনেক বেশি উত্সাহিত। তারা ভবিষ্যতে ধারাবাহিকভাবে এধরনের আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।

