প্যারিস হামলার পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ হামলার সময়ে প্যারিসেই ছিলেন। একটি মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজের তথ্যের ভিত্তিতে  রয়টার্সকে এ কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলেন, প্যারিসের পূর্বাঞ্চলীয় মুনথাইও শহরতলীর খোয়া দ্যু শাভ্যু মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজে আবদেল হামিদ আবাউদকে দেখতে পাওয়া যায়। প্যারিস হামলার একদিন পরে এই মেট্রো স্টেশনটির কাছেই একটি পরিত্যক্ত গাড়ি থেকে কয়েকটি কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়।
১৩ নভেম্বর রাতে প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১২৯ নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
ওই দিন স্থানীয় সময় রাত ১০ টা ১৪ মিনিটে সিসিটিভি ফুটেজে ধরা পড়েন আবাউদ। তার আগেই কয়েকটি ক্যাফে ও স্টেডিয়ামে সন্ত্রাসী হামলা হয়ে গেছে। কিন্তু তখনও কনসার্ট হলে হামলা চলছিল।
হামলার পর ফরাসি কর্তৃপক্ষ ভেবেছিল আবাউদ সিরিয়ায় অবস্থান করছেন। কিন্তু পরে প্যারিসের উপকণ্ঠে সেন্ট ডেনিসের একটি ফ্ল্যাটে তার উপস্থিতির কথা জানতে পেরে বুধবার সকালে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ান নাগরিক আবাউদ।
২০১৩ সালে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে সিরিয়া যান আবাউদ। বেলজিয়ান ও ফ্রান্স কর্তৃপক্ষের ধারণা, আবাউদ বেলজিয়াম ও ফ্রান্সের অভিবাসী পরিবারের তরুণদের মগজ ধোলাই করে তাদের আইএস এ ভিড়িয়েছিলেন।
এমনকি তার ১৩ বছর বয়সী ছোট ভাইকেও প্ররোচিত করে সিরিয়ায় নিয়ে গিয়েছিলেন। আইএসের সবচেয়ে কম বয়সী বিদেশি যোদ্ধা হিসেবে পরে ইন্টারনেটে ওই কিশোরের নাম ছড়িয়ে পড়ে। ছোট ভাইকে আইএস এ নিয়ে যাওয়ায় আবাউদকে তার পরিবারও ত্যাজ্য করেছিল।
ওদিকে, প্যারিসে হামলার এক সপ্তাহ পর শুক্রবার বৈঠকে বসেছেন ইউরোপের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বহিঃ সীমান্তে তল্লাশি ব্যবস্থা আরও কড়াকড়ি করা নিয়ে তারা আলোচনা করবেন। 
ফ্রান্স ইইউ’র বর্ডার ফ্রি শেনজেন ট্রাভেল জোনে ভ্রমণের রীতিনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নাগরিকদের শেনজেন ট্রাভেল জোনে ভ্রমণের ক্ষেত্রে তাদের আসা-যাওয়ার তথ্য নজরে রাখা হয় না।
১৩ নভেম্বরের হামলার পর ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। বৃহস্পতিবার জরুরি অবস্থার সময় বাড়িয়ে তিন মাস করা হয়েছে। রয়টার্স। 

