বতসোয়ানায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান

S M Ashraful Azom
বতসোয়ানার একটি খনি  থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেছে। দেশটির কারাওয়ে খনি থেকে ১,১১১ ক্যারটের উচ্চ মানের হীরাটি উদ্ধার করা হয়েছে।
 
পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বড় হীরা পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে। সেটি ছিল তিন হাজার ১০৬ ক্যারেটের। কালিনান ডায়মন্ড নামে ওই হীরাটি বর্তমানে ব্রিটেনের রাজপরিবারের দখলে রয়েছে।
 
এবারের মহামূল্যবান এই পাথরটি লুকারা কোম্পানির কারোওয়ে খনি থেকে পাওয়া গেছে। মানের দিক দিয়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। স্টকহোমের তালিকাভুক্ত কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
 
বতসোয়ানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশ। লুকারা খনিজ কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী উইলিয়াম ল্যাম্ব বলেছেন, অত্যুক্তি না করেই বলা যায়, গত এক শতক ধরে এতো বড় হীরার সন্ধান পাওয়া যায়নি। বতসোয়ানায় এ যাবৎ পাওয়া হীরার মধ্যে এটিই সবচেয়ে বড়।
 
সদ্য পাওয়া এই হীরাটির এখনো মূল্য নির্ধারণ করা হয়নি। পণ্য ও খনি বিশেষজ্ঞ কিয়েরন হজসন বলেছেন, এটি খুবই দামি হীরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূল্য নির্ধারণ হয় আসলে হীরার স্বচ্ছতা, আকৃতি ও রঙের ওপর ভিত্তি করে।
 
লুকারা আরো দুটি ব্যতিক্রম সাদা হীরার সন্ধান পেয়েছে যার একটি ৮১৩ ক্যারেটের এবং একটি ৩৭৪ ক্যারেটের। গত এপ্রিলে নিউইয়র্কে একটি নিখুত ১০০ ক্যারেটের হীরা ২২.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এতে ধারণা করা যায় হাজার ক্যারেটের বেশি এই হীরার দাম কত হতে পারে। বতসোয়ানা বিশ্বের সবচেয়ে বড় হীরা উৎপাদনকারী রাষ্ট্র। এই বাণিজ্য করেই দেশটি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top