আব্বাস-মাস্তানের ‘বাজিগর’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও কাজল। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। পর্দায় ও পর্দার বাইরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এখন শাহরুখ বলছেন, কাজলকে নাকি ‘বন্ধু’ বলা তার কাছে বেশ কঠিন!
সম্প্রতি ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গানের প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির পাত্র-পাত্রী- শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। সেখানে বলিউড বাদশা জানিয়েছেন, কাজল আমার এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে তাকে বন্ধু বলে সম্বোধন করাটাও কঠিন। ২০ থেকে ২২ বছর আগে আমরা আমাদের ক্যারিয়ার শুরু করি। আমাদের সম্পর্কটা অনেক বেশি আন্তরিক ও এখানে একটা সরলতা আছে।
তিনি বলেন, আমাদের পরস্পরের সম্পর্ক খুব সহজ। যদি আজ পেছনে ফিরে তাকাই, যেখান থেকে আমাদের সম্পর্কের শুরু হয়েছিল দেখব, সেখানে স্বাভাবিক এক উষ্ণতা, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা আর মমতা আছে। আমরা একসঙ্গে ছবিতে কাজ না করলেও একই ধরনের অনুভূতি কাজ করে। আমি মনে করি সেও (কাজল) আমার জন্য একই ধরনের অনুভূতি ধারণ করছে।
রোহিত শেঠির পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে। খবর: এনডিটিভি।

