ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকসহ কয়েক ধরনের মোবাইল ম্যাসেজিং ও কলিং এ্যাপস নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশের ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। বর্তমানে... ২০১৫ সালে জনগণ, বিশেষত শিক্ষার্থীরা দেশের জনগণ ও সম্পদের নিরাপত্তার স্বার্থে কয়েকদিনের জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলো বন্ধ রাখলে তা দেশের জন্য অবদান হিসেবেই গণ্য হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসআপ প্রভৃতি বন্ধ থাকা সম্পর্কে জনগণের উদ্বেগ সম্পর্কে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারানা হালিম এসব কথা বলেন।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ সাইট ও এ্যাপস বন্ধ রয়েছে। এক প্রশ্নের জবাবে, প্রতিমন্ত্রী বলেন, ‘জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যত সময় প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত এই বিধিনিষেধ বলবত্ থাকবে।’

