দুই মাস পাঁচ দিন লন্ডনে কাটিয়ে আজ শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল ৫ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তার।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিকেল পাঁচটায় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের জমায়েত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে। এছাড়া খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিত্সা এবং পারিবারিক সাক্ষাতের জন্য লন্ডন গমনের পর ৭ দফা দেশে ফেরার শিডিউল বদল করা হয়। ওখানে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানেই এবারের কোরবানির ঈদ কেটেছে তার। লন্ডনে প্রবাসী বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দিয়েছেন। বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সর্বশেষ নাতনী জায়মা রহমানের অনুরোধে তারেক রহমানের ৫১ তম জন্মদিন উদযাপন শেষে দেশে ফিরছেন তিনি।
এরমধ্যে তিনি চোখের অপারেশন করিয়েছেন। পায়ের চিকিত্সক দেখিয়েছেন। দলের নেতারা বলেছেন, বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে। তাই চিকিত্সা অসমাপ্ত রেখে ম্যাডাম দেশে আসছেন। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএনপি চেয়ারপারসন শনিবার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথাসময়ে বেগম খালেদা জিয়াকে শৃঙ্খলার সাথে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলের কয়েকজন নেতা জানান, খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার পর ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন। বিমান বন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবনে উঠবেন তিনি।

