দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে মো. রিয়াদ হোসেন (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করেছে। তিনি ফেনীর দাগনভূইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের গৌতমখালি গ্রামের রহিম আলীর ছেলে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে দক্ষিণ আফ্রিকার আমতাতা শহরে এ ঘটনা ঘটে। নিহতের খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার চাচা মো. মিন্টু মিয়া ও জেঠাতো ভাই নজরুল ইসলাম।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রিয়াদ তার চাচার সঙ্গে ব্যবসা করতেন। সন্ত্রাসীরা নিয়মিত তার চাচার কাছে চাঁদা দাবি করতেন। বৃহস্পতিবার রাতে রিয়াদ দোকানের মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দেশটির আমতাতা এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক ধরে গাড়িতে উঠিয়ে নির্জন স্থানে নিয়ে গুলি করে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে যায়। অনেক খোঁজাখুঁজির পর চাচা ও জেঠাতো ভাই সেখানে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রিয়াদের চাচা মো. এয়াকুব বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রতিবছর সন্ত্রাসীরা গুলি করে অনেক বাংলাদেশিকে হত্যা করেছে। তিনি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

