চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে আওয়ামী লীগ কর্মী আবুল কাশেম সীতাকুণ্ড পৌড় সদর থেকে ইয়াকুব নগরে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

