কালকের বাংলা বিষয়ের পরীক্ষা ৩০ নভেম্বর

Unknown
শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে ৩০ নভেম্বর। আজ রোববার সকালে এক বৈঠকে আগামীকালের পরীক্ষা স্থগিত করে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে এ তথ্য জানান।

আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীতে বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে, নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আজ অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিষয়ের পরীক্ষা।

রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল, হরতালে পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে অভিভাবকেরা আলোচনা করছেন। আফরিনা বেগম নামে একজন অভিভাবক বলেন, হরতালে পরীক্ষা পিছিয়ে যাবে এই নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ, পরীক্ষা পেছালে বাচ্চাদের প্রস্তুতি নষ্ট হয়ে যায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গত শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে ওই কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে একাত্তরে মানবতাবিরোধী আরেক অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top