গানে কথায় কলিম শরাফীকে স্মরণ

S M Ashraful Azom
গানে, কথায় স্মরণ করা হলো কিংবদন্তিতুল্য শিল্পী কলিম শরাফীকে। তিনি ছিলেন বাংলার সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম শিল্পী। গভীর শ্রদ্ধা আর অপরিসীম ভালোবাসায় কলিম শরাফীকে স্মরণ করলো রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা। গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ ও ‘সমুখে শান্তি পারাবার’ কলিম শরাফীর প্রিয় এ গান দুটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান দুটি শুরু হতেই উপস্থিত দর্শকদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
 
আলোচনায় বক্তারা বলেন, বাংলার সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক ছিলেন কলিম শরাফী। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর বাংলাদেশ যখন থমকে গিয়েছিল। ঠিক তখন এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কলিম শরাফী। প্রতিকূল সময়ে তিনি দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনকে ছড়িয়ে দেয়ার কাজ করেছেন।
 
অনুষ্ঠানে শিল্পী কলিম শরাফীর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বর্ষীয়ান অভিনেতা হাসান ইমাম, রণজিত্ কুমার বিশ্বাস এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুপ ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শিল্পী তপন মাহমুদ।
 
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন মাহমুদ, প্রমোদ দত্ত, সাজেদ আকবর, সাদি মহম্মদ, সালমা আকবর, মহাদেব ঘোষ, অদিতি মহসীন, খন্দকার আবুল কালাম, পীযূষ বড়ুয়া, নার্গিস চৌধুরী, আজিজুর রহমান তুহিন, শিমু দে, হিমাদ্রী শেখর, শর্মিলা চক্রবর্তী, অনিমা রায়, তামান্না মৌ, সুমা রায় প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top