আলোচিত ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’র সিক্যুয়াল নির্মাণ করা হচ্ছে। তবে একটি নয় দুই দুইটি সিক্যুয়াল। এই সিক্যুয়াল দুইটিও নির্মিত হচ্ছে ই এল জেমসের বহুবিক্রিত বই ‘ফিফটি শেডস ডার্কার’ ও ‘ফিফটি শেডস ফ্রিড’ অবলম্বনে। পরপর এই ছবি দুইটি নির্মাণ করা হবে।
‘ফিফটি শেডস ডার্কার’ ও ‘ফিফটি শেডস ফ্রিড’য়ের সিক্যুয়াল নির্মাণ করবেন জেমস ফলে। এখানে অভিনয় করবেন ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জেমি ডোরনান ও ডাকোটা জনসন। আগের ছবির মতোই তারা এখানে ক্রিস্টেন গ্রে ও অ্যানতেসিয়া স্টিলের চরিত্রে অভিনয় করবেন।
জেমসের সঙ্গে ছবি দুইটির পরিচালনায় থাকবেন মাইকেল দে লুকা ও ডানা ব্রুনেটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটি মুক্তি পায়। মুক্তির পর এটি বিশ্বজুড়ে ৫৭০ মিলিয়ন ডলার আয় করে।
‘ফিফটি শেডস’ ডার্কার ছবিটি ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে। আর ‘ফিফটি শেডস ফ্রিড’ মুক্তি পাবে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি। সূত্র: ডেইল মিরর ও প্যারেন্ট হেরাল্ড।