৪৫ মিনিটের টেলিছবি ‘ঘন্টিঘর’

Unknown
সেবা ডেস্ক: রেলের মানুষের জীবনবোধ এবং সংগ্রামের ওপর নির্মিত হয়েছে ৪৫ মিনিটের টেলিছবি ‘ঘন্টিঘর’। শুটিং হয়েছে নাটোরের ঈশ্বরদীতে। আহসান কবির লিটনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন আশিস খন্দকার, রুনা খান, সোমা, সোজাত শিমুল, রাশেদ শাওনসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, মমিনুল রেলওয়ের গেটম্যান। ৪০ বছর ধরে সে এই জীবিকায় রয়েছে। তার পরিবারের আর একটি অংশ ৪৭-এর দেশভাগের সময় ওপারে চলে যায়। মমিনুলের স্ত্রী মারা গেছে। একমাত্র সন্তান রনিকে মিথ্যা মামলায় ফঁসানো হয়েছে। রনির বয়স ১০ বছর। ছোট এই ছেলেকে নিয়ে মমিনুল কোর্টের বারান্দায় ঘুরছে। এদিকে, স্বামীহারা একমাত্র বোন সাবিহা মমিনুলের সংসারে হাল ধরে। তাদের দেখভাল করে। রেল কলোনীর সন্ত্রাসী বড় রনির অত্যাচারে সবাই যখন অতিষ্ট তখন মমিনুলের রেলের ছাঁটাইয়ের কবলে পড়ে। ৪০ বছরের শ্রম আর ত্যাগের পরিসমাপ্তি ঘটে। হতাশা আর ক্রোধের বসে মমিনুল খুন করে বড় রনিকে। তারপর শুরু হয় মমিনুলের আর এক জীবন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top