
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াতকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথসভা শেষে ব্রিফিংয়ে তিনি আরো বলেন, যাদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে সেই পরাজিত শক্তি জামায়াত এখন নাশকতার চেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে।
হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের evuPv‡Z সকল পন্থা অবলম্বন করছে বিএনপি। দেশে হরতাল দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি মানুষ খুন করেছিল। এ বিচার কাজ বন্ধ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিদেশেও আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।
