বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তির বিষয়ে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন ফেসবুকের এশিয়া অঞ্চলের রাজনৈতিক উপদেষ্ঠা। তিনি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে চুক্তির বিষয়ে বৈঠক করবেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেববুক কর্তৃপক্ষ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এসব কথা জানিয়েছে।
প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার রাতে ইত্তেফাককে বলেন, ‘আমরা সোমবার সন্ধ্যায় ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম, ফেসবুকটি যেন সামাজিক যোগাযোগের মাধ্যম হয়। এখানে নারীর ছবি বিকৃত করে ছবি আপলোড করা হচ্ছে। এর ফলে একজন নারীকে আত্মহত্যা করতে হচ্ছে। সন্ত্রাসী বা জঙ্গিরা এটা ব্যবহার করে উষ্কানি দিচ্ছে। রাষ্ট্রের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র হচ্ছে। এসব বিষয়ে বারবার বলার পরও তারা সাড়া দিচ্ছে না। এসব কারণে আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চাই।’
তারানা হালিম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় তারা এই চিঠির জবাব দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর তাদের এশিয়া অঞ্চলের রাজনৈতিক উপদেষ্টা ঢাকায় আসছেন। তিনি এসব বিষয়ে আমার সঙ্গে বৈঠক করবেন।’
তিনি বলেন, দ্রুত ফেসবুক কর্তৃপক্ষের এই সাড়া সামনে চুক্তির ব্যাপারে অনেক সহযোগিতা করবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।