রংপুরে অস্ত্র ও বিস্ফোরক আইনে করা মামলায় শিবিরের ৭ নেতা-কর্মীকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আইনুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোস্তফা কামাল, আহসান হাবিব, মেহেদী হাসান, রবিউল, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মইনুল ইসলাম। এর মধ্যে মোস্তফা কামাল ও আহসান হাবিব ছাড়া বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ জামায়াতের ডাকা হরতালের কর্মসূচি উপলক্ষে আগের দিন রাতে রংপুর নগরীর লালবাগ কলেজপাড়া এলাকায় ‘অনি অমি’ ছাত্রাবাসে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন। এমন সংবাদে পুলিশ ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মোস্তফা কামাল ও আহসান হাবিব নামে দুই নেতাকে গ্রেফতার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মোখতারুল আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে ছাত্রশিবিরের ৭ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।