মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৮ দেশের মধ্যে ১৪২তম। গত বছরও বাংলাদেশের অবস্থান ১৪২তম ছিল।
রবিববার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে ( ২০১৫) বাংলাদেশের এই অবস্থান তুলে ধরা হয়।
১৮৮টা দেশের মানব উন্নয়ন পর্যালোচনা করে এইে র্যাংকিং করা হয়। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খরাপ অবস্থানে রয়েছে আফগানিস্থান। তবে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের চেয়ে ওপরে রয়েছে। অন্যান্যদের মধ্যে ভারতের অবস্থান ১৩০তম, পাকিস্থান ১৪৭তম ও নেপাল ১৪৫ তম স্থানে রয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।