স্বর্ণ নিয়ে পালালো এএসআই

Unknown
0
সেবা ডেস্ক: ভারতে পাচারের সময় সোমবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের বারসহ রেজাউল নামে এক চোরাকারবারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আটক সোনার বার নিয়ে এ এস আই রফিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
 
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রফিক রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রেজাউল নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে। তার দেহে তল্লাশি চালিয়ে ১৩টি স্বর্ণের বার জব্দ করে। পরে এ এস আই রফিক রেজাউলকে থানায় সোপর্দ করে জব্দকৃত স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তবে তাকে ধরার জন্য অভিযান চলছে।
 
আটক রেজাউল বেনাপোল রঘুনাথপুর গ্রামের সাইদুর মোড়লের ছেলে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। রেজাউলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top