সেবা ডেস্ক: আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বব্যাংকের প্রতি চপেটাঘাত। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে "আমরা ঢাকাবাসী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের" যৌথ আয়োজনে চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, তিন বছর পূর্বে পদ্মা সেতুতে দুর্নীতি হতে পারে এমন অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থ ফিরিয়ে নিয়েছিল, তা যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল এতোদিনে নিশ্চয় বিশ্বব্যাংক তা বুঝতে পেরেছে। তাই আপনাদের প্রতি অনুরোধ দয়া করে অফিসিয়ালি স্বীকার করুন যে পদ্মা সেতু নিয়ে আপনাদের দুর্নীতির অভিযোগ ভুল ছিল।
তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এতো দ্রুত এগুচ্ছে যে এখন উড়াল দেয়ার অপেক্ষায়। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতি হওয়ার সম্ভাবনার কথা বলেছিল তাদেরই প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশের অগ্রগতি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তাই প্রধানমন্ত্রী যেদিন পদ্মা সেতুর মূল অংশের কাজ উদ্বোধন করেছেন সেদিন বিশ্বব্যাংকের পাশাপাশি যারা তিন বছর পূর্বে বিশ্বব্যাংককে দুর্নীতির অভিযোগ তুলতে উদ্বুদ্ধ করেছিল তারাও লজ্জা পেয়েছে।
বিএনপি জনগণকে ধোঁকা দেয়ার নতুন ষড়যন্ত্র করছে-এমন অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা একদিকে একাত্তরে পাকিস্তানের অবস্থানের জন্য পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে আবার অপরদিকে যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বিচার নিয়ে করা পাকিস্তানের বক্তব্যের সুরেই কথা বলছে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।