
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ কোটি টাকার মূল্যের ৩৭ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি। বৃস্পতিবার সন্ধ্যায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮৬) ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার বলেন, ফ্লাইটটি সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নেমে যাওয়ার পর কাস্টম ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় যাত্রী সিটের নীচ থেকে এ স্বর্ণবার জব্দ করা হয়। জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।