
অ্যাপলের সাশ্রয়ী ফোন আইফোন ৫সি তেমন জনপ্রিয়তা না পেলেও এর পরবর্তী ভার্সন ৬সি নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন ৬সি সামনের মাসেই উন্মোচন হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি ফর গেমস।
চীনা ওয়েবসাইট টেকওয়েবের বরাত দিয়ে জি ফর গেমস ঐ প্রতিবেদনে জানায়, অ্যাপল আগামী মাসে আইফোন ৬সি উন্মোচন করার পরিকল্পনা করছে। আর এর পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এটি বাজারে ছাড়তে পারে অ্যাপল।
যদিও প্রতিবেদনটিতে বাজারে ছাড়ার সম্ভাব্য সময় ছাড়া স্মার্টফোন সম্বন্ধে কোন তথ্যই জানান হয়নি, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আইফোনের পরবর্তী স্মার্টফোন নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে। আইফোন ৬সি কয়েকটি রঙে আসলেও এটিতে আগের মত পলিকার্বোনেট বডি থাকবে না। আর তার বদলে এটিতে ধাতব বডি ব্যবহার করা হবে যার ফলে এটি অনেকটা ষষ্ঠ প্রজন্মের আইপড টাচের মত লাগবে।
অ্যাপল ডিভাইসের মধ্যে তুলনামূলক সাশ্রয়ী হওয়ার কারণে আইফোন ৬সি তেমন কোন নির্দিষ্ট ফিচার নিয়ে আসবে না। তবে এটিতে এ৮ চিপসেট, ওয়াই-ফাই ৮০২. ১১ এসি, ব্লুটুথ ৪.১, এবং ফেসটাইম এইচডি এফ/২.২ ক্যামেরা থাকবে। এটিতে টাচ আইডি সেন্সর ফিচারটিও থাকতে পারে। তবে আইফোন ৬এস এবং ৬এস প্লাসের মত থ্রিডি টাচ ডিসপ্লে থাকবে না।
আইফোন ৫সি হয়তো বাজারে অতটা সাফল্য পায়নি, কিন্তু অ্যাপল এর পরবর্তী সাশ্রয়ী ৬সি স্মার্টফোন বাজারে আনতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই মনে হচ্ছে। প্রতিবেদনটিতে জোর দিয়ে বলা হয়, ৪ ইঞ্চির আইফোন ৬সির একমাত্র উৎপাদক হবে ফক্সকন। আর আগামী বছরের শেষনাগাদ অ্যাপল অন্তত ২০ থেকে ৩০ মিলিয়ন আইফোন বাজারে ছাড়তে পারে বলে জানায় প্রতিবেদনটি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।