সানি লিওনের নতুন অবতার

Unknown
0
সেবা ডেস্ক: দখুন তো ছবির এই নারীকে চিনতে পারেন কিনা। খোঁপায় ফুল, হাতে বরণের থালা, মাথায় ওড়না দেওয়া সাজে পুরো ভারতীয় লুক। প্রথমে দেখে বোঝা দায় যে ইনি সানি লিওন। মিলাপ জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’তে সানিকে দেখা যাবে এই নতুন অবতারে। যেখানে তুষার কাপূরকে বরণ করে নিচ্ছেন লাস্যময়ী।
কিন্তু সানি এই ভোলবদলের পিছনে কিছু রহস্য রয়েছে। আর তা খোলসা করলেন পরিচালক নিজেই। ছবির ট্রেলর মুক্তির পরই তা দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তাই ছবি মুক্তির আগে দর্শকদের বিশেষ চমক দিতে চাইছেন মিলাপ। সানির কেরিয়ারে হিটের তালিকায় সবার প্রথমে রয়েছে ‘বেবি ডল’। তাই ‘মাস্তিজাদে’-র জন্য সেই ‘বেবি ডল’-কেই নতুন করে ফিরিয়ে আনছেন তিনি। গানের কথা আর সুরে সামান্য কিছু বদল থাকলেও মূল পাঞ্চ একই থাকবে। আর সানি তো রয়েছেনই। ‘বেবি ডল’-এ ভরপুর থাকবে তাঁর আবেদন।
মিলাপের কথায়, ‘‘এই ছবিতে বেবি ডলের নতুন ভার্সন দেখতে পাবেন দর্শকরা। সানির দ্বৈত চরিত্র। লিলি এবং লায়লা। তার মধ্যে একজন তুষার কপূরের মন ভোলাতে ভারতীয় সাজে শাড়ি পরে আসবে। সেখানেই রয়েছে বেবি ডলের টুইস্ট।’’ ছবির শুটিং শেষ হবার পর সানিকে নিয়ে নতুন করে বেবি ডলের শুটিং করেছেন মিলাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top