
রাজধানীর এলেনবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামান্য দূরে একটি পিক-আপের ইঞ্জিনে আগুন লেগে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, দুটি গাড়ির সংঘর্ষে পিক-আপের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।