
আনুষ্ঠানিকভাবে শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে মহান বিজয় দিবস উদ্যাপনে কার্যক্রম। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘আসুন রাঙি বিজয়ের রঙে’ শিরোনামে মহান বিজয়ের মাসে জাতীয় পতাকা দিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। https://bijoy71.net/এই ঠিকানায় গিয়ে ‘প্রোফাইল ছবি পরিবর্তন করুন’ বাটনে ক্লিক করে জাতীয় পতাকাসহ প্রোফাইল ছবি পরিবর্তন করা যাবে।
এই কার্যক্রম চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে, যা যে কেউ ব্যবহার করতে পারবে। এ কর্মসূচি দ্বারা ১০ লাখ মানুষের প্রোফাইল পিকচার পরিবর্তন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় লোকাল অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট পরিচালনা করছে।
এতে আরও সহায়তা করছে আইটিবাজার২৪.কম এবং অহনিশি ফিল্ম। এ সময় আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, বুশরা শাহরিয়ার, ইজি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান টিপু প্রমুখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।