
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি নির্বাচনী আচরণবিধির প্রতি পূর্ণশ্রদ্ধাশীল। আমি যেহেতু নির্বাচনী আচরণবিধি লংঘন করিনি, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত আসন্ন পৌরনির্বাচনের প্রচারে অংশ নেয়া সংক্রান্ত প্রতিবেদনের ওপর তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৪ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাষাসৈনিক শামছুল হক চত্বরে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পথসভায় যে বক্তব্য রাখেন, সেখানে পৌরনির্বাচন সংক্রান্ত কোন বক্তব্য ছিল না।
মহান বিজয় দিবসের ওপর তথ্যমন্ত্রীর সাত মিনিটের এ সংক্ষিপ্ত বক্তৃতার সময় অন্য কোন মন্ত্রীও সেখানে ছিলেন না। এমনকি আসন্ন পৌরনির্বাচনের কোন প্রার্থীও মঞ্চে ছিলেন না। ফলে তথ্যমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লংঘনের কোন প্রশ্নই ওঠে না।
১১ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে ফুলপুরের রিটার্নিং অফিসারের উদ্ধৃত বক্তব্যে বলা হয়, ‘তথ্যমন্ত্রী ফুলপুরে একটি পথসভায় রাজনৈতিক বক্তব্য দেন। এতে তিনি কারও জন্য ভোট চাননি।’-বাসস।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।