সেবা ডেস্ক: কিউ ক্যাশের ৩০ তম সদস্য হয়েছে উরি ব্যাংক বাংলাদেশ। সদস্যপদ পেতে আইটি কনসালটেন্স লি. এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংকটি।
চুক্তির আওতায় এটিএম, পিওএস, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং ই-কমার্স সেবা ছাড়াও বিভিন্ন গ্রাহক সেবা প্রদান করতে পারবে উরি ব্যাংক। সেই সঙ্গে ইএমভি চিপসহ ডেবিট এবং ক্রেডিট কার্ড চালুসহ ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এর সাথে যুক্ত হতে পারবে ব্যাংকটি।
চুক্তি অনুষ্ঠানে উরি ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছন উক কিম ও কনসালটেন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রদান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন মুনিরসহ দুইটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।