বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে দুই যুবক আহত

G M Fatiul Hafiz Babu
0
সেবাহট নিউজ ডেস্কঃ

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে দুই যুবক আহত হয়েছে। আহতদের বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গারো পাহাড়ের দীঘলকোনা এলাকায়।
হাতির আক্রমণে আহতরা হলেন সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের হাজী আবুল কালামের ছেলে জাহিদুল ইসলাম (২৯) ও তার চাচাতো ভাই মজিদ মিয়া (২২) ।
ধানুয়া কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ভোরে ভারত থেকে একদল বুনো হাতি বাংলাদেশের সীমান্তবর্তী দীঘলকোনা এলাকায় প্রবেশ করে । হাতি গুলো বাংলাদেশে ঢুকেই পাহাড়ি এলাকার গাছপালা ভাংচুর করতে শুরু করে। দুপুরের দিকে স'ানীয় কয়েক গ্রামের মানুষ পটকা ফুটিয়ে ও টিন দিয়ে শব্দ ও হৈ হুল্লোড় করে হাতি গুলোকে তাড়ানোর চেষ্টা করে। এতে হাতি-মানুষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুপুর ১ টার দিকে জাহিদুল ইসলাম কে শুড় দিয়ে আঘাত করলে মারাত্মক আহত হয় সে। চাচাতো ভাই মজিদ মিয়া জাহিদুলকে বাঁচাতে এগিয়ে এলে হাতি তাকেও ধাওয়া করে । এসময় হাতির ধাওয়ায় মজিদ মিয়াও আহত হয়।
পরে স'ানীয়রা হাতির কবল থেকে জাহিদুল ও মজিদ মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নার্গিস পারভীন বলেন, হাতি নামার খবরে পাহাড়ি জনপদের মানষকে সতর্ক করে দেয়া হয়েছে। সেই সাথে হাতি তাড়াতে প্রশিক্ষিত ইআরটি ( এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যদের মাঠে নামানো হয়েছে।
উল্লেখ্য প্রতিবছরই বন্যহাতির তান্ডবে ফসল সহ নানা রকম ক্ষয়ক্ষতির শিকার হয়ে আসছে পাহাড়ি এলাকার ১৬ গ্রামের মানুষ । হাতির আক্রমণে মারাও গেছে পাহাড়ি এলাকার বেশ কয়েকজন ।


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top