
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য মানিকগঞ্জের তেওতা গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নজরুল সম্মেলন। শুক্রবার বিকেলে কবির সহধর্মিণী প্রমীলা দেবীর গ্রামের বাড়িতে সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত উল আলম, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, কবি নাতনী খিলখিল কাজী, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।
বিকেলে আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন নজরুল ইন্সটিটিউটের শিল্পীরা। পরে মুকুল নৃত্যগ্রাম ও মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের শিল্পীদের অংশগ্রহণে গীতিনাট্য ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।