লিঙ্গ সমতায় ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

Unknown
0
সেবা ডেস্ক: লিঙ্গ বৈষম্যের সূচক ২০১৪ অনুযায়ী, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের র‌্যাংক ১১১। অন্যদিকে পাকিস্তানের ১২১ ও ভারতের ১৩০। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেতন ২০১৫-তে এই তথ্য উঠে এসেছে।
 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। সূচকে আফগানিস্তানের র‌্যাংক ১৫২।
 
মাতৃত্বকালীন মৃত্যুর ও  কিশোরী বয়সে মা হওয়ার হারের অনুপাতে প্রজনন স্বাস্থ্যের পরিমাপ, পার্লামেন্টে আসনের অংশীদারিত্বের হিসেবে ক্ষমতায়ন ও শিক্ষায় অংশগ্রহণের পরিমাপে নারীর ক্ষমতায়ন, শ্রমবাজারে অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক কার্যকলাপ পরিমাপের মাধ্যমে লিঙ্গ বৈষ্যমের সূচক তৈরি করা হয়েছে।
 
মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত রয়েছে। তবে দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান ১৪২ তম। প্রতিবেশী দেশ ভারত আগের বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে এসে তালিকায় স্থান পেয়েছে ১৩০ নম্বরে। অন্যদিকে পাকিস্তান আরও এক ধাপ নেমে গিয়ে আছে ১৪৭ নম্বরে।
 
বাংলাদেশ যেসব দিক থেকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে সেগুলো হলো-
 
* বাংলাদেশের সংসদে নারীদের আসন সংখ্যা ২০ শতাংশ। কিন্তু ভারতে ১২ দশমিক ২ এবং পাকিস্তানে ১৯ দশমিক ৭ শতাংশ।
 
* মাতৃকালীন মৃত্যুর হারে দিত থেকেই ভারত ও পাকিস্তানের দিক থেকে এগিয়ে বাংলাদেশ। শিশু জন্ম দিতে গিয়ে যেখানে ভারতে ১০ হাজারে ১৯০ জন মারা যান। কিন্তু সেখানে বাংলাদেশ ও পাকিস্তানে গর্ভবতীকালীন মৃত্যুর হার ১৭০ জন।
 
* মাধ্যমিক শিক্ষা গ্রহণে বাংলাদেশে মেয়েদের অংশগ্রহণ ৩৪ শতাংশ। সেখানে ভারতে ২৭ শতাংশ।
 
* শ্রমবাজারে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে নারীর হার ৫৭ শতাংশ। কিন্তু ভারতে ২৭ শতাংশ। 
 
* সূচকের ক্ষেত্রে যেসব বিষয়গুলো বিবেচনা করা হয়েছে সেসব দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার দিক থেকে পিছিয়ে।
 
২০১৪ সালের উপাত্তের ভিত্তিতে প্রস্তুত ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ প্রথম তিনটি দেশ যথাক্রমে নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। আর সর্বনিম্ন তিনটি দেশ হলো নাইজার (১৮৮), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৮৭) ও ইরিত্রিয়া (১৮৬)। এই প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে মানব উন্নয়ন সূচক। আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়, মানব উন্নয়নের এই তিনটি সূচক বা ইন্ডিকেটরের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়ে থাকে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top