নারী কমিশনার না থাকায় 'অবমাননাকর প্রতীক'

S M Ashraful Azom

নারী কমিশনার না থাকায় আসন্ন পৌরসভা নির্বাচনে চুড়ি ও পুতুলের মতো 'অবমাননাকর প্রতীক' ব্যবহৃত হয়েছে বলে দাবি করে এগুলো পরিবর্তনের দাবি জানিয়েছে 'নাগরিক সংহতি' নামে একটি সংগঠন। শুক্রবার ঢাকায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠটির এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
নির্বাচন কমিশনে (ইসি) নারী কমিশনার রাখার দাবি জানিয়ে নাগরিক সংহতির সভাপতি এএসএম আতিকুর রহমান বলেন, 'নির্বাচন কমিশনে একজনও নারী কমিশনার নাই, থাকলে এ ধরনের প্রতীক বরাদ্দ করা সম্ভব ছিল না।' তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারীদের জন্য চুড়ি-পুতুলের মতো অবমাননাকর প্রতীক বরাদ্দ দিয়ে আসছে নির্বাচন কমিশন। দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও কোনো পরিবর্তন আসেনি। আগামী পৌরসভা নির্বাচনের আগেই এসব প্রতীকের পরিবর্তে গ্রহণযোগ্য প্রতীক বরাদ্দের দাবি জানাচ্ছি।'
চুড়ি-পুতুলে মতো প্রতীক বরাদ্দের ঘটনা বিশ্বব্যাপী বাংলাদেশের নারীদের ব্যাপারে 'নেতিবাচক ধারণা' তৈরি করছে বলেও মন্তব্য করেন আতিকুর রহমান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ভাস্কর রাশা প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top