
দিনে দিনে ভারি হচ্ছে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সের পুরস্কারের ঝুলি। এ বছর হলিউডে সবচেয়ে দামি অভিনেত্রী খ্যাত জেনিফার লরেন্স সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-এর আসরে।
আগামী ১০ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের ‘হিল্টন হোটেলে’ বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসর। এরইমধ্যে প্রকাশিত হয়েছে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা। যেখানে সেরা অভিনেত্রীদের তালিকায় প্রথম স্থানটিই নিজ দখলে রেখেছেন লরেন্স। আর এ বিষয়ে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে টুইটারে একটি ক্ষুদ্রবার্তা প্রকাশ করে বলেন, ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-এর আসরে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হওয়ায় আমি আজ অত্যন্ত খুশি। মানুষ তার পরিশ্রমের সুফল পায়, এটা আরও একবার প্রমাণ হলো আমার এই মনোনয়নের মাধ্যমে। পুরস্কারটি আমি পাবো কি-না জানি না, কিন্তু মনোনয়ন পেয়েছি এতেই আমি যথেষ্ট খুশি। আর আমার এই আনন্দের সম্পূর্ণ ভাগ আমার ভক্তদের। কারণ আমি আমার অভিনয়ের বেশিরভাগ উত্সাহ পাই আমার ভক্তদের নিকট থেকে। সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।’

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।