সেবা ডেস্ক: খাগড়াছড়ির গুইমারা থানার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে চন্ডি কুমার ত্রিপুরা (৬৫) নামে এক উপজাতীয় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সিন্ধুকছড়ির নালাকান্তি ত্রিপুরার পুত্র চন্ডি কুমার ত্রিপুরার গলাকাটা লাশ সোমবার গভীর রাতে স্থানীয় লোকজন ওই স্থানে দেখতে পেয়ে পার্শ্ববর্তী সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনী সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে গুইমারা থানায় হস্তান্তর করে।
গুইমারা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনোনিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ বা মামলা দেয়নি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।