
সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের হত্যাকারী ট্রাক চালককে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ ৭ দিনের মধ্যে ঘাতক ট্রাক ও চালককে আটক করে শাস্তির ব্যবস্থা না করা হলে আগামী ২২ ডিসেম্বর মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ডিআরইউর সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, নির্বাহী পরিষদের সদস্য আজাদ হোসেন সুমন, শেখ মাহমুদ এ রিয়াত, সাবেক যুগ্ম-সম্পাদক শেখ মামুনুর রশীদ, ও সিনিয়র সদস্য আব্দুল মান্নান।
এছাড়াও মানববন্ধনে ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ১২ ডিসেম্বর রাতে রাজধানীর কাকরাইলে ঘাতক ট্রাকের ধাক্কায় সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক নিহত হন। বাসস

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।