
আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে নিয়ে পানিতো আর কম ঘোলা হলো না। কেউ বলেন লাদেন মারা গেছেন কেউ বলেন লাদেন বেঁচে আছেন। লাদেন বেঁচে থাকুক আর মারা যাক পরিচালক অভিষেক শর্মা লাদেনকে নিয়ে বলিউডে হাজির হচ্ছেন আগামী বছর ফেব্রুয়ারিতে। এক খবরে আনন্দবাজার পত্রিকা এমনটি জানিয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি পরিচালক অভিষেক শর্মার ফিল্ম ‘ডেড অর অ্যালাইভ' মুক্তি পাবে। নকল লাদেনের ভিডিও ফুটেজ ধারণ করে টিভি চ্যানেলে বিক্রি করে রাতারাতি শিরোনামে এসেছিলেন পাক সাংবাদিক আলি হাসান। ‘তেরে বিন লাদেন’ সিনেমাটি নির্মাণের জন্যে ২০১০ সালে অভিষেক শর্মাও পত্রিকার শিরোনাম হয়েছিলেন।
ছয় বছর পর এই ফিল্মেরই দ্বিতীয়াংশ রিলিজ করতে চলেছেন অভিষেক। এমন একটা সময়ে, যখন আইএসের ধ্বংসলীলায় ইউরোপ-এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আতঙ্কের আবহ। লাদেনের পন্থা এবং আল কায়দা অনেকটাই ব্যাকফুটে। ঠিক এই সময়েই পর্দায় লাদেনের প্রত্যাবর্তন। সিনেমাটিতে অভিনয় করছেন মনীশ পাল, সিকন্দর, প্রধুমান শিঙ্গ-সহ অনেকে। তবে সিনেমাটি দ্বিতীয়াংশ হলেও প্রথমটির সঙ্গে এর কাহিনী সম্পূর্ণ ভিন্ন বলে পরিচালক জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।