নেতাজীর তথ্যের জন্য ছয় দেশকে অনুরোধ ভারত সরকারের

S M Ashraful Azom
0

নেতাজী সুভাষ চন্দ্র বসুর নিখোঁজ হওয়া সম্পর্কিত তথ্য-উপাত্ত সরবরাহের জন্য বিশ্বের ৬টি দেশকে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। নেতাজী সংক্রান্ত তথ-উপাত্ত সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে ভারত সরকার ইতোমধ্যেই জাপান, যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়াকে অনুরোধ করেছে। এ প্রক্রিয়ায় জার্মান সরকারের সঙ্গেও যোগাযোগ করা হবে।

ভারতের কেন্দ্রীয় সংসদ লোকসভার চলমান শীতকালীন অধিবেশনের এক প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। গত ২৬ নভেম্বর থেকে  শুরু হয়ে এই শীতকালীন অধিবেশন চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৪ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, তার সরকার শিগগিরই নেতাজী সংক্রান্ত গোপন ফাইলগুলো প্রকাশ করা শরু করবে।
 
তারও আগে গত সেপ্টেম্বরেই পশ্চিমবঙ্গ সরকার নেতাজী সংক্রান্ত ১৩ হাজার পৃষ্ঠার ৬৪টি গোপন নথি প্রকাশ করে। এসব গোপন নথি থেকে জানা যায় যে, নেতাজীর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ভারতের স্বাধীনতার পর রাষ্ট্রীয় নজরদারির মধ্যে ছিলেন। তবে নেতাজী ১৯৪৫ সালের কথিত বিমান দুর্ঘটানায়ই নিহত হয়েছিলেন কিনা ওই নথিগুলো থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

খোদ নেতাজীর পরিবারের সদস্যরাও তার রহস্যময় অন্তর্ধানের ব্যাপারে জানার জন্য রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বারস্থ হয়েছিলেন।

অন্য এক প্রশ্নের জবাবে ভিকে সিং বলেন, পাকিস্তানের কারাগারে ভারতের ৭৪ জন নিখোঁজ প্রতিরক্ষা কর্মকর্তা আটক রয়েছেন। যাদের মাঝে ১৯৭১ সাল থেকে নিখোঁজ ৫৪ কর্মকর্তাও রয়েছেন। তিনি জানান, এদের মুক্ত করার জন্য ভারত সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top