
বৃষ্টিস্নাত ম্যাচেও নিজেদের জয়ের ধারায় অপ্রতিরোধ্য ছিল বরিশাল বুলস। রংপুর রাইডার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে ভাল অবস্থানে তারা।
এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে রংপুর। বরিশালের রান তাড়ায় ৩.৩ ওভার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৩ ওভারে ৭৫ রান। আর সেই লক্ষ্য তাড়া করে বরিশাল জয় পায় ৩ বল হাতে রেখে।
দারুণ খেলতে থাকা বরিশালের এটি ছয় ম্যাচে পঞ্চম জয়। সপ্তম ম্যাচে তৃতীয় পরাজয় রংপুরের। দুই দলের প্রথম লড়াইয়ে মিরপুরে ১৩ রানে জিতেছিল বরিশাল। মেঘলা আকাশ, কুয়াশার ছোঁয়া আর গুমোট আবহাওয়ায় দুপুর বেলাতেই চট্টগ্রামে ছিল সন্ধ্যার ছায়া। কিন্তু তার চেয়েও গুমোট ছিল রংপুরের ব্যাটিং। পরে ব্যাটিংয়ে নেমে উদ্ভাসিত হয়নি বরিশাল বুলসও। কিন্তু লক্ষ্যটা কঠিন ছিল না বলেই হয়ত পা হড়কায়নি বরিশাল। শেষ পর্যন্ত বৃষ্টি বাধা উপেক্ষা করে জয় পায় তারা।