
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ইংরেজি বিভাগের মো. আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. জামাল উদ্দীন নির্বাচিত হয়েছেন।
রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক হারুন-অর-রশিদ।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি হয়েছেন জ্যোর্তিময় বিশ্বাস, সহ-সম্পাদক মো. সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ নুসরাত জাহান। সদস্য নির্বাচিত হয়েছেন- রাশেদ মোশাররেফ, সঞ্জয় কুমার সরকার, তাজিজুর রহমান, শারমিন আক্তার, মো. সাদেকুর রহমান, মল্লিকা সাহা, সুজন চন্দ্র পাল, অসীম কুমার নন্দী, আনজুমান আরা রজনী ও মাসুম সিকদার।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।