আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

S M Ashraful Azom
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদকে ‘দি বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ বিষয়ে হংকংয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হয়ে প্যানেল সদস্য হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার ও শুক্রবার ‘দি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং’ এবং ‘হংকং ইনস্টিটিউট অব এশিয়া-প্যাসিফিক স্টাডিজ’র যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
বৈশ্বিক সড়ক ও সমুদ্র পথে চিনের প্রাচীন সিল্ক রোড বাণিজ্য পুনঃপ্রচলনের নীতি ও তা বাস্তবায়নে গৃহীত উদ্যোগকে সামনে রেখে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যা চিনের প্রেসিডেন্ট শিং জিন পিনের পরিকল্পানর অংশ।
 
মঙ্গলবার রাতে উপাচার্য ড. হারুন অর রশিদ এ সম্মেলনে যোগ দিতে  হংকংয়ের উদ্দশ্যে ঢাকা ত্যাগ করবেন।
 
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এসব তথ্য জানান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top