সেবা ডেস্ক: ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় জেএমবির সাত সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ দিন ধার্য করেন বলে জানান আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা। গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ওই ১১ জন হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। এর মধ্যে বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার ছাড়া অন্যরা নিষিদ্ধিঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। পলাশ পলাতক রয়েছেন।
গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতি হয়। ডাকাতিতে বাধা দিলে ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।