সেবা ডেস্ক: ট্রেনের টিকেট কাটার জন্য মোবাইল ফোনভিত্তিক ট্রেন টিকেটিং সল্যুশন চালু করেছে রবি। এতে টিকেট কেনায় ঝক্কি-ঝামেলা এবং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার মতো ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে বলে আশা করছে মোবাইল ফোন অপারেটরটি।
বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকমের পোর্টফোলিওতে এই সেবাটি একটি নতুন সংযোজন।
রবি গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন থেকে *১৩১# লিখে ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশন তার গন্তব্য, কোন ট্রেনে যাবেন, কোন শ্রেণি ও কোন সিটটি তিনি কিনতে ইচ্ছুক এসব তথ্য জানতে চাওয়া হবে।
টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ একটি এসএমএস গ্রাহক সঙ্গে সঙ্গে পাবেন, যাতে টিকেটটি কেনার জন্য কত টাকা লাগবে তাও উল্লেখ থাকবে। এসএসএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে ররি’র ৬ হাজার ৫০০টি ক্যাশ পয়েন্টের যে কোনটিতে টিকেটের মূল্য পরিশোধ করতে হবে।
মূল্য পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকেট নাম্বার পাবেন। এই ই-টিকেটটি রেল স্টেশনের কম্পিউটার কাউন্টারে দেখিয়ে গ্রাহকদের প্রচলিত ট্রেন টিকেট সংগ্রহ করতে হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।