বাংলাদেশসহ বিশ্বের ১৩০ দেশে নেটফ্লিক্স

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বাংলাদেশসহ বিশ্বের ১৩০টি দেশে চালু হচ্ছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া 'কনজ্যুমার ইলেক্ট্রনিক শো ২০১৬' -তে এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিড হেসটিং।
 
রিড হেসটিং তার ঘোষণায় বলেন, বিশ্বজুড়ে নেটফ্লিক্স চালু করায় যে কোনো গ্রাহক যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন।
 
এ বছরের শেষে হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) মানের ভিডিও স্ট্রিমিং সেবা চালুর ঘোষণাও দেন তিনি।
 
এক বিবৃতিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি দেশে নেটফ্লিক্স চালু হচ্ছে। কিন্তু চীন, উত্তর কোরিয়া, সিরিয়া ও ক্রিমিয়ার মতো কিছু দেশে আইনের বাধ্যবাধকতার কারণে তা চালু করা যাচ্ছে না।  তবে ওই সব দেশে সেবাটি চালু করার চেষ্টা করা হবে।
 
এদিকে, বিশ্বজুড়ে ভিডিও স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দেয়ায় নেটফ্লিক্সের শেয়ার ৯ শতাংশ বেড়েছে। বিবিসি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top