সেবা ডেস্ক: বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে ১০ নম্বরের ব্লক সির ঝুট পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের একটি ঝুট পট্টিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে মিরপুর, পল্লবী ও সদর দপ্তর থেকে মোট ১২ ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে আগুন রাত ১ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডেরর ঘটনার তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন।
পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডেরর ঘটনার তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ঝুট ব্যবসায়ীরা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।