সেবা ডেস্ক: সীমানা ও ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় রিট আবেদনের প্রেক্ষিতে সারাদেশের সঙ্গে অনুষ্ঠিত হয়নি সিংগাইর পৌরসভার নির্বাচন। পুনঃতফসিল অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই পৌরসভার নির্বাচন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে ১০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৪ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ১০ হাজার ১৪১ এবং পুরুষ ভোটার ৯ হাজার ৪৭৩ জন। মেয়র পদে অংশ নিচ্ছেন ৬ জন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু মো. নঈম বাশার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় (ধানের শীষ), খেলাফতে মজলিসের মওলানা আশরাফ আলী ( দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মীর শাহজাহান আলী (জগ), তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ) ও হাফিজ উদ্দিন (মোবাইল ফোন)। এ ছাড়াও নির্বাচনে মোট ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।