
২০১৬ সালের প্রথম অধিবেশন হবে এটি। বছরের প্রথম এই অধিবেশনকে শীতকালীন অধিবেশন হিসেবেও ধরা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম এই অধিবেশনের প্রথমদিনে জাতীয় সংসদে ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী তার ভাষণের পরপরই প্রথমদিনের অধিবেশন মুলতবি করবেন স্পিকার। এর পরের কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কত ঘণ্টা এই আলোচনা হবে এবং নবম অধিবেশন কতদিন চলবে সেটি নির্ধারণ হবে অধিবেশন শুরুর দিনে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।