
সোমবার নতুন এ বিভাগের প্রধান হিসেবে যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী যোগদান করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার সকালে এ নিয়োগ দেয়া হয়।
ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী বলেন, ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত বিভাগটি দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিক্ষা বিস্তার এবং দক্ষ জনবল তৈরিতে কার্যকরী ভূমিকার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখবে।
উল্লেখ্য, চলিত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিভাগটিতে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।