লিওনেল মেসি দল-বদলের বাজারে সবচেয়ে দামি লিওনেল মেসি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বর্তমান ফুটবলের দল-বদলের বাজারে সবচেয়ে দামি খেলোয়াড় বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তালিকায় এরপরেই আছেন নেইমার।
ক্রীড়া গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি সোমবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে দামি ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে। শীর্ষে থাকা আর্জেন্টাইন তারকা মেসির বর্তমান বাজারমূল্য ২৫ কোটি সাত লাখ ইউরো।
ব্রাজিলের অধিনায়ক নেইমারের বাজার মূল্য ১৫ কোটি ২৭ লাখ ইউরো। গত জুনের সবশেষ হিসেবে নেইমারের মূল্য ছিল নয় কোটি ৪০ লাখ ইউরো। তালিকার তৃতীয় স্থানে আছেন চেলসির এডেন হ্যাজার্ড, তার মূল্য ১৩ কোটি পাঁচ লাখ ইউরো।
আর চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের রোনালদোর মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৪০ লাখ ইউরো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড নয় কোটি ৪০ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে রিয়ালে আসে এই পর্তুগিজ ফরোয়ার্ড।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top