সেবা ডেস্ক: ভারতে ইন্টারনেট সার্চে পর্ন তারকা হিসেবে সানিকে হারিয়ে এক নম্বর জায়গা দখল করেছেন মিয়া খলিফা।
লড়াইটা জমেছিল ২০১৫-এর মাঝামাঝি সময়ে। সেসময় সানির কাছে মাত্র কয়েক নম্বরে হেরে যাচ্ছিলেন মিয়া।
আরও পড়ুন: মিয়া খলিফার শরীরে ব্যাথা!
কিন্তু নতুন বছরের শুরুতেই ভারতে গুগল সার্চে মিয়া চলে এসেছেন এক নম্বরে । হারিয়ে দিয়েছেন সানি সহ অন্যান্য সব দেশের পর্ন তারকাদের।
বর্তমানে সানি লিওন বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী । আর তাই তার হেরে যাওয়াতে বিটাউনের অনেকেই খুশি হলেও মন ক্ষুণ্ণ হয়েছেন সানি ভক্তরা।
তাদের মতে, অভিনেত্রী হিসেবে যত নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন সানি, ততই পর্ন তারকা হিসেবে তাঁর নামডাক কমছে।
এটা তার বলিউডি ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো দিক। তবে এই ডিজিটাল লড়াই নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি সানি বা মিয়া।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।