২৭ জনের জামানত বাজেয়াপ্ত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  রাজশাহীর নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ পৌরসভায় মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 
 
পবা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকার ভোটার কর্তৃক মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের নিচে পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে মেয়র পদে জামানত বাজেয়াপ্ত হবে ৪ জন প্রার্থীর। 
 
তারা হলেন- আফজাল হোসেন (নারিকেল গাছ) ২৯৬৭, কাওসার আলী (জগ) ১৪৪, মশিউর রহমান (মোবাইল ফোন) ১০৪৯ এবং রফিকুল ইসলাম (কম্পিউটার) ২৭৩২ ভোট পেয়েছেন। এ পৌরসভায় ৩১ হাজার ৯৩৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
সংরক্ষিত নারী কাউন্সিলরের জামানত বাজেয়াপ্ত হয়েছে, ১ নম্বর আসনে জরিনা বেগম (আঙ্গুর) ৪৭১, রত্না খাতুন (কাঁচি) ৯৪৪, শ্রীমতী কালি রানী (পুতুল) ৫২৩ ভোট পেয়ে। ২ নম্বর হুসনা আরা বিবি (ভ্যানেটি ব্যাগ) ৮০৫ এবং ৩ নম্বর আসনে ফরিদা বেগম  (মৌমাছি) ১৩২৭ ভোট পেয়ে।
 
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জামানত বাজেয়াপ্ত হচ্ছে- শ্রী কৃষ্ণ কমুার (উটপাখি) ৪১৪ ও শ্রী রতন চন্দ্র দাস (পানির বোতল) ৭৫। ২ নম্বর ওয়ার্ডে আবু বকর সিদ্দিক (ডালিম) ১৬। ৩ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা (পানির বোতল), তোজাম্মেল হক (টেবিল ল্যাম্প) ৩ এবং শ্রী উত্তম কুমার শাহ (ডালিম) ৪২৮। ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন সরকার (উটপাখি) ৩৭৩, দারেস আলী (ব্ল্যাক বোর্ড) ৮৭ এবং রিয়াজ উদ্দিন সরকার (পাঞ্জাবি) ৩১৪। ৬ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম (ডালিম) ২৫০। ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাক আলী (পানির বোতল), এনামুল হক ( ব্ল্যাক বোর্ড) ৪৩৩ এবং রফিকুল ইসলাম (পাঞ্জাবি) ৪৫৫। ৮ নম্বর ওয়ার্ডে আয়নাল হক (পানির বোতল) ২৫৭, ফয়সাল রহমান রাসেল (ব্ল্যাক বোর্ড) ১০৪ এবং কাশেম আলী (ডালিম) ২০। ৯ নম্বর ওয়ার্ডে হালিম সরকার (পানির বোতল), আলাল উদ্দিন (ডালিম) ৩৩০ভোট পেয়ে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।  
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top