
তারা পরীক্ষার দিনে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেবেন।
এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেব দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।