আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী কার্যক্রম পালিত

G M Fatiul Hafiz Babu
0
সেবা ডেস্ক: 


৫ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। এ উপলক্ষে ফজরের নামাজের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টায় এ অনুষ্ঠানে আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ পরিচালক দুলাল চন্দ্র সাহা কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। দিনের কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আব্দুল মোতালেব, আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ জাহিদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক মোছাঃ নাসরিন আক্তার, সাঁট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জান্নাতুল ফেরদৌস কণা। এছাড়াও গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। এসময় রেঞ্জ পরিচালক দুলাল চন্দ্র সাহা চলতি অর্থবছরের মাঠ পর্যায়ে বাহিনীর পরিচালিত সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকান্ড দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে গতিশীল আনয়ন ও সুষ্ঠু বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি রংপুর রেঞ্জাধীন আনসার ভিডিপির আনসার ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট সকল সদস্য-সদস্যাদের নব বর্ষের শুভেচ্ছা জানান। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান মুন্সিপাড়াস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top